চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মোঃ হাদিউজজামান
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব মোঃ হাদিউজজামান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিগত ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিঃ সনে নড়াইল জেলায় যোগদান করেন। তিনি ৩য় বিজেএস ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আই.ডি নম্বর ২০০৮২০৩৩১৮। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এল.এল.বি (সম্মান) এবং এল.এল.এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা যশোর। ইতোপূর্বে তিনি রাজশাহী জেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি দেশে ও দেশের বাইরে ৮৬ তম মৌলিক প্রশিক্ষণ কোর্স, ১১৪ তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্স, ৬৪ তম বিসিএস অফিসার্স ওরিয়েন্টেশন (বিএমএ) কোর্স , ১৪৭তম বিচার প্রশাসন রিফ্রেশার কোর্স, ১৬ তম ট্রেনিং প্রোগ্রাম-ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভূপাল ও তামিলনাড়ু ষ্টেট জুডিসিয়াল একাডেমি ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ভারত ভ্রমণ করেছেন।